সান নারায়ণগঞ্জ টুুয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা দুর্যোগে নারায়ণগঞ্জের রুপগঞ্জে গরীব কৃষকের ধান কাটা কর্মসূচি পালন করছে রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
তারই ধারাবাহিকতায় ৩ মে সোমবার স্থগিত হওয়া রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ এবং সদস্য সচিব মাসুদুর রহমানের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাওনা গ্রামের গরীব কৃষক মতিউর রহমানের ৩৪ শতাংশ জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেয় ছাত্রদল নেতাকর্মীরা।
এ ব্যাপারে সোমবার দুপুরে রুপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ জানান, করোনা দুর্যোগে মানুষ খুবই বিপদ আছে। এরমধ্যে কৃষকরাও বিপদে পড়েছে। মাঠে পাকা ধান কিন্ত কাটার লোক নেই। ফসল ফলানোর পরও এ সময়ে কৃষকের দুঃশ্চিন্তা ধান কাটা নিয়ে। তাই বিপদগ্রস্থ কৃষকের পাশে দাড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানের নির্দেশনায় কৃষকের জমি থেকে ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রদল।
ধানকাটা কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লাহ, কাঞ্চন পৌর ছাত্রদলের সদস্য ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম সোহাগ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আলামিন হোসেন, রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ হাসান, ভুলতা ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা সাজু প্রমুখ।