সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হীরাঝিল এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে রিপন বেপারী ওরফে মুরগ রিপনকে তার এক সহযোগী সহ গ্রেপ্তার করা হয়েছে। ৩মে সোমবার রাতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে সন্ধ্যা সোয়া ৭টায় র্যাব-১১, ব্যাটালিয়ন সদর এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড হীরাঝিল এলাকায় হতে ২ জন শীর্ষ চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ রিপন ব্যাপারী ওরফে মুরগী রিপন ও তার সহযোগী মোঃ শিপন ব্যাপারী। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী মোঃ রিপন ব্যাপারী ওরফে মুরগী রিপন ও মোঃ শিপন ব্যাপারী। এরা আপন দুই ভাই এর স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার পালং থানাধীন র্কীতিনগর এলাকায়।
আর ও জানা যায় যে, মোঃ রিপন ব্যাপারী ওরফে মুরগী রিপন অত্র এলাকার শীর্ষ চাঁদাবাজ চক্রের প্রধান এবং তার সহযোগী মোঃ শিপন ব্যাপারী। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড শিমরাইল এলাকায় ফুটপাতের দোকানদারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতি দোকান হতে দৈনিক ২০০ টাকা থেকে ৫০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে এবং বড় দোকান প্রতি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত অগ্রীম চাঁদা আদায় করে।
কয়েকজন ভুক্তভোগী দোকানদার এর অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে ৩ মে সোয়া ৭টায় চিটাগাং রোড হীরাঝিল এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ চাঁদাবাজ চক্রের প্রধান মোঃ রিপন ব্যাপারী ওরফে মুরগী রিপন ও তার সহযোগী মোঃ শিপন ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নারায়ণগঞ্জ ও এর আশেপাশে এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল।