সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
দীর্ঘ ৬১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের আহনায়ক আব্দুল খালেক টিপু। ৪ মে মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হোন। এ সময় ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যাবার পথে সচিবালয়ের সামনে থেকে ৪মার্চ শাহাবাগ থানা পুলিশের হাতে গ্রেফতার হয় ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও ফতুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপু।
পরে ২৮ফেব্রয়ারী দায়ের করা পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ মার্চ দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।
রিমান্ড শুনানীতে ৮ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
দীর্ঘ ৬১ দিন কারাভোগের পর তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে সোমবার ৩এপ্রিল জামিন পেয়ে মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন।