দ্বিমুখী ______ মাহবুব আলম প্রিয়

দ্বিমুখী
________________
মাহবুব আলম প্রিয়

সামনে পেছনে দুই স্বভাবে
গঠনেও তারা দুই
সামনে থাকলে তুমি তুমি
পেছনে গেলেই তুই।

সামনে বলে আপনিই সব
আপনি আমার পরম
পেছনেতে সমালোচনা
হেয় করে দেয় শরম।

সামনে থাকলে প্রশংসা
সম্মানে দেয় সালাম
পেছন গেলেই তাচ্ছিল্য তার
এমনকি ; কয় গোলাম!

সামনে থাকলে হুজুর হুজুর
পেছনে বলে লম্পট
সুবিধাবাদি লোভীরাই এমন
বিপদে দেয় চম্পট।

সামনে বলে ছোট ভাই
পেছনে বলে চা ওয়ালা
এই স্বভাবের বড়রা আজ
চাপাবাজ আর গলাওয়ালা।

সামনে বলে ভাই ভাই
তুমি ছাড়া আপনা নাই
পেছনে বলে দূর বেটা
তার মতো বাটপার নাই।

এরাও ভদ্রবেশে
এই সমাজের বাসিন্দা
মুখ আর অন্তরেতে
বিস্তর অমিল; বরাদ্দ তাই নিন্দা।

এরাই হলো দ্বিমুখী
মঞ্চে সাজে মহান
বাস্তবেতে লুটকারী
দাবী করে পীরখান!

রচনাকালঃ ০৫.০৫.২০২১ইং