আড়াইহাজারে ইউপি মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়ন পরিষদের এক মেম্বারকে দিন-দুপুরে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ওঠেছে।

ওই হামলায় আহত ইউপি সদস্য লোকমান হেকিমের সাথে থাকা ভাতিজা পিয়ারিশ ও ভাতিজা রুবেলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

উপজেলার খাগকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য লোকমান হেকিম।  ৯ মে রবিবার সকালে ওই ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় এই হামলার শিকার হোন তিনি।

আহত ইউপি সদস্য লোকমান হেকিম অভিযোগ করেন, তিনি ঐ সময় তার ভাতিজা রুবেলের মটরসাইকেল যোগে অপর ভাতিজা পিয়ারিশকে সঙ্গে নিয়ে বাহেরচর বাজারে যাচ্ছিলেন।  ওই সময় তাদের মটর সাইকলেটি বাহেরচর ঈদগাহর নিকট আসা মাত্র পূর্ব আক্রোশবশত প্রতিপক্ষের ফারুকের নেতৃত্বে ২০-২২ জনের একদল লোক তাদেরকে ঘিরে ধরে এবং মারপিট শুরু করে।

ঐ সময় হামলাকারীরা লোকমান হেকিমের সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও একটি বিভো মোবাইল সেট লুটে নেয়।  পরে আক্রান্তদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা চলে যায়।  এ ব্যাপারে আহত ইউপি সদস্য বাদী হয়ে আড়াইহাজার থানায় একটিি লখিত অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।