সান নারায়ণগঞ্জ টুুয়েন্টিফোর ডটকম:
দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে নারায়ণগঞ্জ জেলায় ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম পরিদর্শনে করেছেন ঢাকা বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আফাজ উদ্দিন মিয়া।
৯ মে রবিবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর চাষাঢ়া জিয়া হলের সামনে দুটি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন।
এ সময়ে ঢাকা বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আফাজ উদ্দিন মিয়া বলেন, মহামারি করোনাভাইরাসের কাছে আমরা আসলে অসহায়। এ মুহূর্তে মানুষের দরকার রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা। এজন্য প্রয়োজন দুধ, মাংস ও ডিম। এ তিনটি প্রাণিজাত পণ্য যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছায় সেজন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তার, নারায়ণগঞ্জ জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া, কোষাধ্যক্ষ গোবিন্দ ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলার পাঁচটি উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে ঈদ পর্যন্ত বিভিন্ন জায়গায় নিরাপদ দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে।