সান নারায়ণগঞ্জ টুুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের ১২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। ১১ মে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে ঘরে ঘরে পৌছে দেয়া হয় ঈদ উপহারের প্যাকেট।
এসময় উপস্থিত ছিলেন এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমআরকে রিয়েন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিটি প্যাকেটে ছিল, তিন কেজি ভাতের চাল, এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক কেজি লবন, এক লিটার তেল, এক কেজি সেমাই, আধা কেজি ডাল ও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলত লিফলেট।
জানাগেছে, ২০১১ সাল থেকে প্রতি ঈদে ১৭নং ওয়ার্ডবাসীর ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। মূলত ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। এছাড়াও করোনা পরিস্থিতিতে গত এক বছরে বিভিন্ন ধাপে ১৭নং ওয়ার্ডবাসীর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল ১৭নং ওয়ার্ডে। তাই স্থানীয় কাউন্সিলর বাবুকে খাদ্যের ফেরীওয়ালা উপাধি দিয়েছিলেন।