সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ঈদ পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক সংঘর্ষে নারী সহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে এক নারী সহ দু’জন টেটাবিদ্ধ হয়েছে। ঈদেরদিন ১৪ মে শুক্রবার পৃথক সংঘর্ষে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দী গ্রামে ১৪মে শুক্রবার সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গেলে একই গ্রামের মহিউদ্দীন গং মাহাবুব নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে।
একই দিনে দুপুর ২টার দিকে উপজেলার ডেঙ্গুরকান্দী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক নারী সহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে ওই গ্রামের কবির হোসেন গং। আহতরা হলেন- মাহাবুব, রোস্তম আলী, দুলাল, দেলোয়ার ও হিরণ বিবি।
এ ছাড়াও একই দিনে উপজেলার রাধানাগর গ্রামে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ইব্রাহীমকে পিটিয়ে কুপিয়ে এবং টেটাবিদ্ধ করে গুরুতর আহত করে একই গ্রামের হাবিবুল্লাহ গং। এ ঘটনায় প্রতিপক্ষের এক নারী শাহানাজ টেটাবিদ্ধ হয়েছেন। ওই দিন উপজেলার হাজিরটেক গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়।
সবগুলো বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান।