সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থা এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ, মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। তারা এই ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি ও রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
১৯ মে বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁওয়ে কর্মরত সকল গণমাধ্যমের কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করে।
সাংবাদিক ফরিদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও সুর্বণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সোনারগাঁও রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুর সাত্তার প্রধান, সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান মনির, আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, মাহবুবুল ইসলাম সুমন, গাজী মোবারক, পনির ভূইয়া, আনোয়ার হোসেন, ফারুক হাসান প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয় এর দুর্নীতিবাজ, নির্যাতনকারী চক্রটিকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধন শেষে সাংবাদিকরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করেন। মিছিলে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ও উপ-সচিব জেবুন্নেসার পদত্যাগ ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি তুলে শ্লোগান দেওয়া হয়।