সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। তারা এই নির্যাতনের ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি দাবি জানিয়েছেন। একই সাথে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি তুলে ধরেন।
১৮ মে মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এনইউজের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমীর হুসাইন স্মিথ।
সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতির তথ্য প্রকাশ করায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। একই ধারাবাহিকতায় সচিবালয়ে অবরুদ্ধ রেখে মিথ্যা মামলা দিয়ে রোজিনা ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। হয়রানি ও নির্যাতন করে সাংবাদিকদের দমন করা যাবে না। অনুসন্ধানী সাংবাদিকতাকে থামিয়ে দেওয়ার এই প্রক্রিয়া সফল হবে না। রোজিনা ইসলাম সাধারণ মানুষের কাছে বীর হিসেবে চিহ্নিত হয়েছেন। আর যারা নির্যাতন চালিয়েছেন এবং মিথ্যা মামলা দিয়েছেন তারা চোর হিসেবে চিহ্নিত হয়েছেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কীভাবে প্রকল্পের নামে, জিনিসপত্র কেনাকাটার নামে, নিয়োগের নামে দুর্নীতি করে, ঘুষ বাণিজ্য করে সেসব পত্রিকার মাধ্যমে তুলে ধরেছিলেন সাংবাদিক রোজিনা ইসলাম। ঠিক এই কারণে অবরুদ্ধ রেখে রোজিনা ইসলামকে নির্যাতন করা হয়েছে। তারপর নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দেওয়ার অক্লান্ত চেষ্টায় ব্যর্থ হয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের চিত্র প্রকাশিত হয়েছে। এই দুর্নীতিবাজ, নির্যাতনকারী চক্রটিকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, এনইউজের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিক মানববন্ধনে অংশ নেন।