সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি চায় নারায়ণগঞ্জ মহিলা পরিষদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখা গ্রেপ্তারকৃত সাংবাদিক রোজিনা ইসলামের নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তুমুলক শাস্তি দাবি এবং অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করেছে।

২০ মে বৃহস্পতিবার এক বিবৃতিতে মহিলা পরিষদের দাবি- সাংবাদিক রোজিনা তার পেশাগত দায়িত্ব পালনের সময়ে সচিবালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং প্রায় ৬ ঘন্টা তাকে সেখানেই আটকিয়ে রাখা হয়।  অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা না করে তাকে থানায় পাঠানো হয়, এ কেমন বর্বরতা!

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।  সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবী জানায় এবং সেই সাথে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।