সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার হয়রানি করলেও অনুসন্ধানী সাংবাদিকতাকে বন্ধ রাখা যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তুরে ধরেছে সাংবাদিক রোজিনা। দেশের ১৬ কোটি মানুষের স্বার্থে দুর্নীতিবাজদের দুর্নীতির তথ্য তুলে ধরবে অনুসন্ধানী সাংবাদিকরা। অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে প্রয়োজনে বার বার মিথ্যা মামলা জেলে যাবে, তবুও সাংবাদিকদের কলম বন্ধ রাখা যাবে না। অবিলম্বে রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তির দাবি জানান নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।
২২ মে শনিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্যকালে তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সাবেক সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হুসাইন, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন, প্রথম আলো’র নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক, আলোকচিত্রী দিনার মাহমুদ, দৈনিক ইত্তেফাকের জেলা’র ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি তাপস সাহা, প্রণব কৃষ্ণ, মতিউর রহমান সেন্টু, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বন্দর প্রেস ক্লাবের সভাপতি পিন্টু খান, ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবিএম জাহিদ, সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, অবজারভার পত্রিকার আলোক চিত্রী পাপ্পু ভট্টাচার্য, কালের কন্ঠ পত্রিকার আলোক চিত্রী আরিফুর রহমান, দেনিক দিনকালে কামাল হোসেন, স্থানীয় অগ্রবানী প্রতিদিনের আলোকচিত্রী তানভীর আহমেদ, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, বন্দর প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট পিন্টু খান, ফতুল্লা মডেল প্রেসক্লাবে র সভাপতি আনিসুজ্জামান অনু, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সহ-সাধারণ সম্পাদক কে এইচ মিলন, সাংগঠনিক সম্পাদক তানভির রনি, অর্থ সম্পাদক কাজী আলমাস, ক্রীড়া সম্পাদক সোহেল, প্রচার সম্পাদক শহিদ হোসেন ও কার্য নির্বাহী সদস্য আমির হোসেন, আরিফ জয় সহ এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সদস্য কাইয়ুম খান। আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেল, এন এএন টিভির স্টাফ রিপোর্টার বদরুজ্জামান রতন, , মাহমুদুর ইসলাম সৌরভ, সহ নারায়ণগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলন।