সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে নিজের বাবাকে পিটিয়ে আহত করেছে তারই ছেলে। এক সঙ্গে ভাবি ও ভাতিজাকেও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। বৃদ্ধ বাবা আব্দুস সোবহানকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে তার দুই ছেলে নুরু মিয়া ও হারুন মিয়ার বিরুদ্ধে।
ভাংচুর করা হয়েছে ঘরের আসবাবপত্র এবং লুটে নেয়া হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। এ ঘটনাটি ঘটেছে ২৫ মে মঙ্গলবার সকালে উপজেলার ইদবারদী পশ্চিমপাড়া গ্রামে।
জানাগেছে, ওই গ্রামের আব্দুস সোবহানের প্রবাসী ছেলে আবদুস জলিলের পরিবারের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত দ্বন্ধ বিদ্যমান ছিল তারই আপন ভাই নুরু মিয়া ও হারুণ মিয়ার।
মঙ্গলবার সকালে একই কেন্দ্র করে তার স্ত্রী বিলকিছ বেগম (৪৫), তার ছেলে আবির (১১) এবং বাবা বৃদ্ধ আব্দুস সোবহান (৮০)কে পিটিয়ে আহত করেছে নুরু মিয়া, হারুণ মিয়া ও তাদের পরিবারের লোকজন। লুটে নিয়েছে ঘরে থাকা নগদ টাকা ও একটি স্বর্ণের চেইন। আহত অবস্থায় তারা ৩ জনই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন।
এ ব্যাপারে প্রবাসী আবদুুস জলিলের স্ত্রী আহত বিলকিছ বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।