সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ৩০ মে রবিবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মে রবিবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাগপাড়া এলাকায় জ্বালানী তেলবাহী ট্যাংকলরী থামিয়ে চাঁদা আদায়কালে ৪ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আব্দুল হামিদ, মোঃ মজিবর রহমান, মোঃ বাদল শেখ ও মোঃ জসীম উদ্দিন। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ১৫ হাজার ১৩০ টাকা ও নামে-বেনামে বিভিন্ন সমিতির ৬টি চাঁদা আদায়ের রশিদ বহি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো হতে প্রতিদিন শত শত তেলের ট্যাংকলরী জ্বালানী তেলভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। একটি সক্রিয় চাঁদাবাজ চক্র এই জ্বালানী তেলভর্তি ট্যাংকলরীগুলো থেকে ট্যাংকলরীর চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লরী প্রতি দৈনিক ১২০টাকা থেকে ১৪০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
নিবিড় অনুসন্ধানে জানা যায়, শ্রমিক ফেডারেশন, শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নামে গাড়ী প্রতি ৭০ টাকা চাঁদা উঠানোর নিয়ম থাকলেও উক্ত চাঁদাবাজ চক্রটি নামে-বেনামে বিভিন্ন সমিতি ও মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে ৬টি টোকেন প্রদর্শন করে অতিরিক্ত ৫০ টাকা থেকে ৭০ টাকাসহ প্রতি ট্যাংকলরী হতে ১২০ থেকে ১৪০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছে।
কয়েকজন ভুক্তভোগী ট্যাংকলরী চালকের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে ৩০ মে দুপুর সাড়ে ১২টায় গোদনাইল বাগপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জ্বালানী তেলভর্তি ট্যাংকলরী থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ১৫ হাজার ১৩০ টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় ৪ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নামে-বেনামে বিভিন্ন সমিতি ও মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে নিয়ম বহির্ভূত ভাবে গোদনাইল বাগপাড়া এলাকায় চলাচলরত জ্বালানী তেলভর্তি ট্যাংকলরীর চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল।