ওসমান পরিবারের তিন সদস্যের নামে সড়ক ও সেতু: প্রধানমন্ত্রীর প্রতি সাইফুল্লাহ বাদলের কৃতজ্ঞতা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের তিন কর্ণধারের সম্মানে নির্মিত সড়ক ও সেতু সহ নির্মাণাধীন তিনটি স্থাপনার নামকরণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।  ওসমান পরিবারের তিন কর্ণধারের সম্মান করায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

৩০ মে রবিবার বিকেলে সাইফউল্লাহ বাদলের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম সাইফউল্লাহ বাদল বলেন, ওসমান পরিবারের মাধ্যমে নারায়ণগঞ্জে আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছে।  ওসমান পরিবারই ধাপে ধাপে নারায়ণগঞ্জে আওয়ামীলীগকে আলোর পথ দেখিয়েছেন।  ঐতিহ্যবাহী ওসমান পরিবারের কারণে নারায়ণগঞ্জে আওয়ামীলীগ মাথা উচু করে দাড়িয়েছে।  এতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর ওসসান পরিবার সহ নারায়ণগঞ্জের দিকে রয়েছে।  যার প্রতিফলন হিসাবে স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাষা সৈনিক এ কে এম সামসুজ্জোহার নামে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাইনবোর্ড নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি নামকরণ হয়েছে।

তাছাড়া এ কে এম সামসুজ্জোহার স্ত্রী ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার নামে নামকরণ হয়েছে খানপুর হয়ে হাজীগঞ্জ গোদনাইল হয়ে ইপিজেড পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি।  আর মদনপুর মদনগঞ্জ সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে বন্দর উপজেলায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুটি বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের নামে নামকরণ করা হয়েছে।

সাইফউল্লাহ বাদল আরো বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে প্রধানমন্ত্রী সবসময় অত্যন্ত আন্তরিক।  আওয়ামীলীগ সরকারের শাসন আমলে বিভিন্ন সেক্টরের উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  এছাড়াও শেখ হাসিনার আস্থাভাজন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান এমপি হওয়ার পর তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন এবং উন্নয়ন করে যাচ্ছেন।  তার নির্বাচনী এলাকার কয়েকটি ইউনিয়নের গ্রামগুলোকে উপ-শহরে পরিনত করেছে।  বিশেষ করে কাশিপুর ও বক্তাবলী ইউনিয়নে নজিরবিহীন উন্নয়ন করেছে।