আড়াইহাজারে সাবেক মেম্বার ও তার বাহিনীর পিটুনিতে বৃদ্ধ মন্তাজউদ্দীনের মৃত্যু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মন্তাজউদ্দীন (৫৫) নামে বৃ্দ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  এ বিষয়ে জড়িত থাকার দায়ে শফিকুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ঘটনাটি ঘটেছে ৩০ মে রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বাজার এলাকায়।

ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সাবেক মেম্বার আলাউদ্দীনের সঙ্গে নিহত মন্তাজউদ্দীনের সম্পত্তি সংক্রান্ত দ্বন্ধ ছিল।  ঘটনার সময় মন্তাজউদ্দীন ওই সম্পত্তিতে বালু ভরাট করছিল।  এ সময় আলাউদ্দীন মেম্বার সহ তার পক্ষের রিমন, কানন, শফিকুল তাতে বাধা দেয়। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আলাউদ্দীন মেম্বার গং মন্তাজউদ্দীনকে পিটিয়ে আহত করে। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোন্তাজউদ্দীনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জড়িত থাকার অভিযোগে পুলিশ শফিকুলকে গ্রেপ্তার করে।  লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।  নিহত মন্তাজউদ্দীন ওই এলাকার মৃত ফজর আলীর পুত্র।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।  ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করা হয়েছে।