সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় আহত শিশু আইভী (৫) ঘটনার ৩দিন পর ৩০ মে রবিবার রাত ৮টায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছে।
২৮ মে শুক্রবার বিকেল ৪টায় ঢাকা- বিশনন্দী সড়কের বগাদী কালিরহাট এলাকায় সে একটি দ্রুতগামী সিএনজি চাপায় গুরুতর আহত হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় একটি দ্রুতগামী সিএনজি বিশনন্দী থেকে আড়াইহাজারের দিকে আসছিল। এ সময় ফতেপুর গ্রামের নাজমুলের শিশু কন্যা আইভি রাস্তায় খেলা করছিল। সিএনজিটির গতি এত দ্রুততর ছিল যে, শিশুটি চাপা পড়ার পর পরই তা উল্টে পার্শ্ববতী খাঁদে পড়ে যায়। আহত অবস্থায় আইভিকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে ধানমন্ডি এলাকার কোন এক হাসপাতালের আইসিইউতে রবিবার রাতে তার মৃত্যু হয়। সোমবার সকালে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।
অন্যদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াজেদ (২০) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ রবিবার রাত ৮টায় উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে। নিহত ওয়াজেদ ওই গ্রামের আব্বাছের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ওয়াজেদ ওই সময় অটো চালিয়ে বাড়ীতে এসে হাতমুখ ধুইতে বাথরুমের টিউবয়েলে যায়। সেখানেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।