মুন্সীগঞ্জে ৬০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ২৫জনকে জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার থানায় অবৈধ কারেন্ট জাল উৎপাদন বন্ধে র‌্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ৩ জুন বৃহস্পতিবার এ তথ্য জানান র‌্যাব-১১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার।

তিনি জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, জুয়ার সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

সাম্প্রতিক সময়ে মুন্সিগঞ্জ জেলা পঞ্চসার এলাকায় অবৈধ কারেন্ট জাল উৎপাদন বেড়ে যাওয়ায় কারেন্ট জাল উৎপাদন বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ২ জুন বুধবার দুপুর থেকে টানা দুই ঘন্টা অভিযানে পর্যন্ত র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর, এর একটি আভিযানিক দল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার থানাধীন এলাকায় অবৈধ কারেন্ট জাল উৎপাদনের দায়ে ২৫ জনকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং ৩ লাখ ২৩ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় (যার আনুমানিক মুল্য ৬০ লাখ ৮৭হাজার টাকা) কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলো- মোঃ হাফেজ (৩৫), সবুজ (৩৪), বাচ্চু মিয়া (৩৭), ইউসুূূফ মিয়া (৩২), কবির হোসেন (৩৮), আমিনুল ইসলাম (২৭), ওমর ফারুক (৪৭), তহিদুল ইসলাম (৪২), মোঃ রিমন (৩৫), সেলিম (৩৪), মোঃ মনির হোসেন (৫২), নিলুফা (৪০), শিরিনা (৩০), সফিয়া (৩২), রহিমা (২৭), সেলিনা (২৮), জাহানারা (৩৯), মিতু (৩৪), মনিষা (৩৫), মহিমা (৩১), খাদিজা (৩৩), সেলিনা (৩৭), মারিয়া (৩২), খাদিজা (৩১) ও হারিজ আলম (৪০)।