সান নারায়য়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগ নেতা জসিমউদ্দীনকে নিজের সমর্থন ঘোষণা করেছেন এ আসনের এমপি একেএম সেলিম ওসমান।
তবে সেলিম ওসমানের এমন ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ ইউনিয়নে নির্বাচনের ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন ব্যবসায়ী ফজর আলী। যিনি প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলীর ভাই। চেয়ারম্যান নওশেদ আলীর মৃত্যুর পর সম্প্রতি ওই ইউনিয়নে সেলিম ওসমান এক অনুষ্ঠানে গিয়ে জসিম উদ্দীনকে নিজের সমর্থন ঘোষণা করে নৌকা প্রতীক দেয়ার জন্য জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাইকে অনুুরোধ করেন।
এদিকে এমপি সেলিম ওসমানের আরেক ভাই এমপি শামীম ওসমানের ছবি লাগিয়ে ব্যানার করে নির্বাচনী সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী ফজর আলী। যিনি নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি দাবি করেছেন।
চেয়ারম্যান প্রার্থী ফজর আলী ওই নির্বাচনী সভায় এলাকাবাসীকে বলেছেন, আপনারা আমার ভাই নওশেদ আলীকে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। সেজন্য আমরা আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আমি আওয়ামী লীগের একজন ব্যক্তি। আশা করি আমি নৌকা প্রতীক পাবো। যদি নাও পাই আপনাদের ভোটে নির্বাচিত হলে সব দাবী পূরণ করবো ইনশাহআল্লাহ।
গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ২নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১২ জুন শনিবার বাদ মাগরিব দক্ষিণ মসিনাবন্দ প্রধান শালিশ গাজী কামালের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ফকির, মুক্তিযোদ্ধা মুসলেহউদ্দিন আহম্মেদ,সমাজসেবক, তৌহিদ ফকির, আতাউর রহমান রতন, মনির হোসেন মনু, জাহাঙ্গীর হোসেন, আহমদুল হাসান রঞ্জু, আল মাহমুদ জমাদ্দার, মোঃ রমজান, মতিউর রহমান জমাদ্দার প্রমুখ।
সাইফুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলাম রফিক, তোফাজ্জল হোসেন, মোতালিব মিয়া, মহিলা মেম্বার লিপি বেগম, ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সৈয়দ হোসেন, জাতীয় পার্টি নেতা মোঃ মিলন হোসেন, কাশেম আলী, রাজু আলী প্রমূখ।