সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ট্যুরিস্ট ফটো অ্যালবাম (নারায়ণগঞ্জ ফ্রেমিং) প্রতিযোগীতার ফলাফল প্রকাশ করা হয়েছে।
১৩ জুন রবিবার বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহ।
প্রতিযোগীতায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা পেয়েছেন, ফটো সাংবাদিক নারায়ণগঞ্জ নিতাইগঞ্জের বাসিন্দা তন্নয় দাস। দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা পেয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায়। তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা পেয়েছেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার জাহিদ আলম অপু নামে এক শিক্ষাথী। অন্য বিজয়ী প্রত্যেককে ঘোষিত অর্থ ও সনদ, সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রতিযোগীতায় দেশের বিভিন্ন জেলার ৭১০ জন আলোকচিত্রী অংশ নেন। সকলে মিলে তিন হাজারের বেশি ছবি জমা দেন। ছবি মূল্যায়ন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) যাচাই-বাছাই করে ২০০ ছবি চূড়ান্ত করেন।
চূড়ান্ত এসব ছবির মধ্যে একই আলোকচিত্রীর একাধিক ছবি নির্বাচিত হয়। ফলে নির্বাচিত সংখ্যা ২০০ হলেও বিজয়ী প্রতিযোগীর সংখ্যা হয় ৯৬ জন।