সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০-২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০-২১ ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ সদর উপজেলাকে হারিয়ে হ্যাট্টিক চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
১৭ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে ফাইনাল খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সমাপনী খেলায় বালক নারায়ণগঞ্জ সদর উপজেলাকে ০/২ গোলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আর বালিকায় সদর উপজেলাকে ০/৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে হ্যাট্টিক চ্যাম্পিয়ন হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
এতে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী বলেন, করোনার কারনে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০-২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০-২১ সালের খেলা সিমিত আকারে করেছি। যারা চ্যাম্পিয়ন হয়েছি তার বিভাগীয় যেন নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যেত পারেন সে প্রত্যাাশা করছি। আর যারা রানার্সআপ হয়েছো মন খারাপ করার করবেনা। তোমরা আগামীতে আরও ভালো কিছু করবে । সকলের জন্যই শুভ কামনা রইলো।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোনেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গির আলম, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহির, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্বল, নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, নারী কাউন্সিলর মনোয়ারা বেগম প্রমূখ।