লাঙ্গলবন্দে সড়ক দূর্ঘটনায় ৫জন আহতের ঘটনায় মামলা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বন্দরে লাঙ্গলবন্দ এলাকার ট্রাক ও ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ২৫ জুন শুক্রবার রাতে বন্দর থানায় ঘটনায় আহত শফিকুল ইসলামের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দর জোনে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় অটোরিক্সা চালক সহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে শফিকুল ইসলাম (৩৫) গুরুত্বর অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা দেড়টায় অটোরিক্সায় টোটাল ফ্যাশন গার্মেন্টসে যাবার পথে একটি অজ্ঞাত ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে যাত্রী ও চালক আহত হন। এসময় বাদীর বড় ভাই শফিকুল ইসলামের হাত বিচ্ছিন্ন এবং মাথা থেকে মগজ বেরিয়ে যায়। একই ঘটনায় আহত হন জাহিদ, খাইরুল ও সাইফুল।

এ ঘটনায় অজ্ঞাত ট্রাক চালককে আসামী করে থানায় মামলা দায়ের এন্ট্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ডিউটি অফিসার শফিকুল বলেন, দুর্ঘটনার শিকার ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।