সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বন্যপ্রাণী মহা মুল্যবান একটি তক্ষক পাচারকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি টিম। ৬ জুলাই মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার।
তিনি জানান, ৫ জুলাই সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, ব্যাটালিয়ন সদর, এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ সাকিনস্থ বটতলায় অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী পাচারকারী দলের ৩জন সক্রিয় সদস্য মতি মিয়া, মাকসুদ উল্লাহ ও শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে ১টি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী তক্ষক দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে উচ্চ মূল্যে বিদেশে পাচার করে থাকে। গ্রেপ্তারকৃতরা আরো জানায় তারা দীর্ঘদিন যাবত এই তক্ষক পাচার করে আসছিল। বন্যপ্রাণী পাচার বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।