সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে ১০ জুয়ারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ৬ জুলাই মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার।
তিনি জানান, ৫ জুলাই সোমবার রাত পৌনে ১০টায় এবং রাত পৌণে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, ব্যাটালিয়ন সদর, এর পৃথক ২টি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার ও সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামাদিসহ সর্বমোট ৬৪ হাজার ৫৪০ টাকা উদ্ধার সহ ১০জন জুয়াড়িকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো- মাসুম বিল্লাহ, ফারুক হোসেন, আব্দুর রশিদ, হানিফ, আলম হোসেন, জাহিদুল ইসলাম অপু, সুমন, রফেত আলী, ফজর আলী, মুন্না।
র্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার ও সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।