সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেপ্তার করেছে। ৭ জুলাই বুধবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার ও উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ৬ জুলাই মঙ্গলবার রাতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল কর্তৃক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় অবৈধ প্রকাশ্য জুয়ার আস্তানা হতে নগদ ১৯ হাজার ৮৯০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ৭ জন জুয়ারীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আবুল কালাম, মোঃ আতারুল, মোঃ আব্দুল মালেক, মোঃ জয়নাল সরদার, মোঃ এশারত সরকার, মোঃ রাশেদ ও মোঃ মাসুদ।
র্যাব আরও জানায, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন যাবৎ ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় নানা কায়দায় নিষিদ্ধ প্রকাশ্য জুয়ার আসর চালিয়ে আসছিল। এই জুয়ার আসরে ২০/৩০ জন লোক নিয়মিত অবৈধ প্রকাশ্য জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো।
উপস্থিত স্বাক্ষী ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণ করতে সাম্প্রতিক সময়ে জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য চুরি, ছিনতাই, রাহাজানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।