সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালাপাহাড়িয়া বাগের পাড়া গ্রামে ২৪ জুলাই শনিবার দুপুরে। ওই গ্রামের সালামত গং এবং কবির গংদের মধ্যে জায়গা জরিপের বিষয় নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে মহিলা সহ ২০ জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন, বাতেন (৫৫), ইমরান (৩০), হাসান (২২), হোসাইন (২১), বাবু (২৪), ফয়সাল (১০), জীবন (২৫), জালাল (৩০), মাহমুদা (৫৫), হানিফ (৪০), রহিম (২৪) আম্বিয়া (৪৫), কবির (৩৫), আল আমিন (২৪), আশিক (১৬) ও আরো অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় একটি ভুমি জরিপকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভতির্ত করে। এদের মধ্যে অবস্থা গুরুতর বিধায় এমরান ও বাতেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ আনিচুর রহমান মোল্লা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।