সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজায়ে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবী করায় দুই নারী সহ প্রতারক চক্রের ৫ জনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ঘটনাটি ঘটেছে ৩১ জুলাই শনিবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা গ্রামে। তাদেরকে চাঁদাবাজির মামলা দিয়ে রবিবার কোর্টে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে সোহেল নামে একজন মীরপুর জোনের পুলিশের এমএলএসএস রয়েছে।
আটককৃত ৫ জন হলো- নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বাট্টা বড়বাড়ী এলাকার শাহজাহানের ছেলে সোহেল রানা, গোপালগঞ্জের কাশিয়ানী থানার নোয়াপাড়া মোল্লাবাড়ী এলাকার রমজান আলী মোল্লার ছেলে রাজু মোল্লা ওরফে সুজন ও তার স্ত্রী মনি ইসলাম, মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আলমপুর উত্তরপাড়া এলাকার ওমর আলীর পুত্র শাহাদাত হোসেন সুমন, ঢাকার দক্ষিণখান এলাকার আতাউর রহমান বকুলের স্ত্রী তামান্না আক্তার। তাদের সঙ্গে থাকা আতাউর রহমান বকুল নামে আরো একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো গ ৩৪-০১৭১ ও ঢাকা মেট্রো ঘ ১৮-৫২০১ এ দুটি প্রাইভেটকার যোগে তারা শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা গ্রামের মালোয়েশিয়া প্রবাসী আল আমিনের স্ত্রী রেখা আক্তারকে তার বাড়ীতে এসে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে গ্রেপ্তারের হুমকি দিয়ে নগদ চার লাখ টাকা চাঁদা দাবী করে।
এ সময় সোহেল নামে একজন পুলিশের পোষাক পরিহিত ছবি সহ কার্ড প্রদর্শণ করে। গৃহকত্রী রেখা আক্তার চাঁদা দিতে অস্বীকার করায় তারা তাকে মারধর করে। এ সময় রেখার ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়ে তাদেরকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় একজন পালিয়ে যায়। এ ঘটনায় রেখা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আসামীদের মধ্যে একজন মিরপুর জোনে পুলিশের সদস্য বাকী সবাই ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়। পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।