সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
৭ আগস্ট থেকে মহামারি ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী করোনা গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ইতিমধ্যে টিকা দেয়া শুরু হয়েছে। টিকাদান কর্মসূচির প্রথম দিনে প্রায় ৬০০ জন লোক টিকা নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে।
৭ আগস্ট শনিবার সকাল থেকে শুরু হয় টিকা কার্যক্রম। এসময় কেন্দ্রের বাইরে ভ্যাকসিন নিতে আসা মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
ওয়ার্ড সচিব টিপু বলেন, যেহেতু বর্তমানে টিকা কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলছে তাই একটু ভোগান্তি হচ্ছে। তবে আগামীতে যখন গণহারে টিকা দেয়া হবে তখন আমরা এই ভেগান্তি লাঘব করে আনার চেষ্টা করবো।