সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী পরগনার কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচ এর বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৯৮ ব্যাচকে সু-সংগঠিত করে একটি শক্তিশালী প্লাটফর্ম তৈরির লক্ষে তাদের ও মিলন মেলা। দীর্ঘ ২৩ বছর পর ৯৮ব্যাচের বন্ধুরা একত্রিত হয়ে একটি আলোচনা সভা করে বক্তাবলী পরগনার সামাজিক কর্মকান্ড সহ সমাজের ভাল কাজে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
৭ আগস্ট শনিবার বিকেলে বক্তাবলী কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি অডিটোরিয়ম প্রাঙ্গন।
এদিকে মিলনমেলায় ৯৮ ব্যাচের বন্ধুরা সবার সাথে পরিচিত হয়ে সকলের বিষয় খোজখবর নেয় এবং দীর্ঘ ২৩ বছর পর কার কি অবস্থান একে অন্যের সাথে কথাবার্তা আদান প্রদান করেন।
এছাড়াও ৯৮ ব্যাচের প্রবাসী বন্ধুদের বিষয়েও আলোচনা করেন। কিভাবে ব্যাচকে সু-সংগঠিত করা যায় এবং ছাত্র জীবনে যেভাবে একে অন্যের খোজখবর নিয়েছে বর্তমানে সেই বন্ধুদের মধ্যে একটি প্লাটফর্ম তৈরি করারও সিদ্ধান্ত নেয়া হয়।
আর কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচ এর বন্ধুদের মধ্যে কেউ শিক্ষকতা, কেউ ব্যবসায়ী, কেউ সাংবাদিক, কেউ জনপ্রতিনিধি হিসাবে রয়েছে এবং অনেক প্রবাসি রয়েছে। সবাই সবার অবস্থান থেকে ব্যাচকে শক্তিশালী এবং সু-সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তাবলী পরগনার ৯৮ ব্যাচের সকল বন্ধুরা উপস্থিত হয়ে মিলনমেলা অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে।