সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১৫ আগস্ট রবিবার কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করেন।
কর্মসূচির শুরুতে সকাল ৮টায় স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) শাখী সেফ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমান মোল্লা, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র হালিম শিকদার সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অসহায় গরীব ও দুঃস্থ লোকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে শোক দিবস পালন করা হয়।