সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল ও খাবার করা হয়েছে।
১৫ আগস্ট রবিবার দুপুরে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়ন কেওঢালা এলাকায় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আমজাদ হোসেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, জেলা পরিষদের সদস্য গাজী আলী নুর, প্রধান বক্তা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন, বিশেষ বক্তা সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী।
বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যকরী সভাপতি এড. স্বপন ভূঁইয়া, সহ সভাপতি জামাল উদ্দিন, হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবর, বানিজ্যিক বিষয়ক সম্পাদক নয়ন সাহা, সহ- সাংগঠনিক সম্পাদক মো. সজিব ,বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক শেখ সুমন, মদনপুর ইউনিয়ন কমিটির সভাপতি ইসমাইল মিয়া, সাধারণ সম্পাদক সজিব হোসেন অর্নব, কলাগাছিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মো. সোহাগ, সাধারণ সম্পাদক রবিন প্রধান প্রমুখ।