সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
১৭ মার্চ রবিবার সকালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। মহান এ দিবসকে ঘিরে উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে চিত্রাংকন, বক্তৃতা, গান ও নৃত্য প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘অধিকারহারা বাঙালী জাতিকে মুক্তির মাধ্যমে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙ্গালী জাতির জনকই নন বরং তৃতীয় বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির অগ্রদুত।’
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরো বলেন, ‘টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ যে শিশুটি পৃথিবীর প্রথম আলোর মুখ দেখেছিল- তখন কি কেউ চিন্তা করেছিল এই শিশুটিই একদিন বাংলার বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত নির্যাতিত জনগণের মুক্তির দূত হিসাবে আর্বিভূত হবেন। এই শিশুটিই একদিন বড় হয়ে ঠিকই পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল বাংলার স্বাধীনতার লাল সূর্য। তিনি হলেন বাঙালির মুকুটমণি, শতাব্দীর মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।’
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। আর সে লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”
তিনি আরো বলেন, ‘জাতির পিতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। দেশকে যেভাবে তিনি উন্নত করতে চেয়েছিলেন, তার কন্যা শেখ হাসিনা সেভাবেই কাজ করে যাচ্ছেন।’
‘বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিচরিত্র একটি অখন্ড সংগ্রামের ইতিহাস হিসেবে চিহ্নিত। তিনি বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভাপতির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, ‘ শিশুদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মমতা ছিল অপরিসীম। তাই ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করেছেন আওয়ামীলীগ সরকার। বঙ্গবন্ধুর জম্মদিনটি বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত খুশির দিন। কারন তার নেতৃত্বে বাঙ্গালী জাতি পেয়েছে মুক্তির স্বাদ। অর্জন করেছে স্বাধীন বাংলাদেশ।’
মেয়র হাসিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’
দেশের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন উল্লেখ করে মেয়র হাসিনা গাজী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।’
হাসিনা গাজী আরো বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। কারণ প্রতিটি শিশুই একদিন বড় হয়ে সমাজে নেতৃত্ব দিবে। দেশ পরিচালনা করবে। তাই প্রতিটি শিশুকে অনুকূল পরিবেশ দিতে হবে তারা যেন সুশিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।‘
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিষ্ট গবেষক লায়ন মীর আব্দুল আলীম, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন ভুঁইয়া ও আব্দুল মান্নান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, বিএম আতিকুর রহমান, রফিকুল ইসলাম মনির, নজরুল ইসলাম মফিজ, রাসেল সিকদার, আনোয়ার হোসেন, লায়লা পারভীন, আসমা বেগম ও জোসনা বেগমসহ অনেকে।
এদিকে রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।