সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবের এমন ঘোষণার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনা বেশ জমে ওঠেছে।
এদিকে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বক্তব্য ও মিডিয়াতে নির্বাচন কেন্দ্রীক সংবাদে মহানগরীর হাট বাজার অলিগলির চায়ের দোকানগুলোতে জমে ওঠেছে নির্বাচনী আলোচনা। বিএনপি ইতিপূর্বে ঘোষণা দিয়েছে স্থানীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই নির্বাচনে বিএনপি আসবে কি আসবেনা সেই বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মাঝে বেশ জোরালো আলোচনা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আলোচনায় ওঠেছে এসেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার ওসমান পরিবারের দুই পুত্রবধু পারভীন ওসমান ও লিপি ওসমানের নাম। পারভীন ওসমান জাতীয় সংসদ নির্বাচনেও প্রস্তুত ছিলেন। যদিও এখন পর্যন্ত লিপি ওসমান কোনো নির্বাচনের আগ্রহ প্রকাশ করেননি। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও এই নারী কিংবা তাদের পরিবারের পক্ষ থেকেও নির্বাচনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি। তবে সাধারণ মানুষের মুখে আলোচনায় বেশ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী সিটি কর্পোরেশনের দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে তার দুুরত্ব রয়েছে। আওয়াজ ওঠেছে এবার পরিবর্তনের। সাধারণ মানুষও পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন। আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীক পাবেন কিনা সেটা নিয়ে দোআশা সৃষ্টি হয়েছে বেশ।