সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইয়াকুব ভুঁইয়াকে একটি সি.আর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসাসি হওয়ায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ৩১ আগস্ট মঙ্গলবার দুুপুরে এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, ৩০ আগস্ট সোমবার রাতে র্যাব-১১, সিপিএসসি’র অপর একটি আভিযানিক দল কর্তৃক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন উত্তর রূপসী এলাকা হতে সি.আর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতাক আসামী ইয়াকুব ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ইয়াকুব ভুঁইয়া রূপগঞ্জের উত্তর রুপসী এলাকার মৃত নোয়াব ভুঁইয়ার ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামী ব্যবসায়িক উদ্দেশ্যে চেক ইস্যু করে বিভিন্ন সময় ঋণ নিয়ে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর পাওনাদার তার কাছে পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সে সময়ক্ষেপণ করতে থাকে এবং পাওনাদারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।
পরবর্তীতে ভুক্তভোগী পাওনাদার বাদী হয়ে ইয়াকুব ভুঁইয়ার বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করেন।
উক্ত বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর ও রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।