সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আইনজীবী সমিতির বড় ইতিহাসের স্বাক্ষী হয়ে রইলেন নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনের দানবীর সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। যার অর্থায়নে জেলার ১২’শ আইনজীবীর পেশাগত সম্মানার্থে ডিজিটাল বার ভবন তৈরি করে দিয়েছেন। একই সঙ্গে এই বার ভবন তৈরিতে যেসব আইনজীবী নেতা ও অন্যান্যরা কঠোরভাবে দিনরাত পরিশ্রম করেছেন তারাও থাকছেন ইতিহাসের পাতায়। আবার এই ভবনটি নির্মাণে যারা সামনে পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তারাও থাকবেন ইতিহাসের পাতায়। এমনটাই দাবি করছেন আইনজীবী সমাজ।
দৃশ্যমান বিরাট এই উন্নয়নে সরাসরি ভুমিকা রেখেছেন যেমন আইনজীবী সমাজে এমপি সেলিম ওসমান সুনাম কুড়িয়েছেন, আবার একইভাবে আদালতপাড়ার রাজনীতি ও উন্নয়নে ভুমিকা রেখেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মুলত নারায়ণগঞ্জ আদালতপাড়ায় আওয়ামীলীগ পন্থী আইনজীবীদের একচ্ছত্র নিয়ন্ত্রক শামীম ওসমান। দীর্ঘদিন যাবত আদালতপাড়ায় তিনিই মুলত আইনজীবী সমাজের রাজনীতির দেখভাল করে আসছেন। শামীম ওসমানের বাহিরে এখানে কারো খবরদারী চলে না।
এক সময় আদালতপাড়ায় বিএনপির প্রভাব ছিল সবচেয়ে বেশি। ধীরে ধীরে সমান অবস্থানে আসে আওয়ামীলীগ। বর্তমানে আদালতপাড়ার রাজনীতি এককভাবে আওয়ামীলীগের নিয়ন্ত্রণে। এমন নিয়ন্ত্রণ নিতে ওসমান পরিবারের ঝান্ডা ধরে আছেন আওয়ামীলীগের বেশকজন আইনজীবী নেতা। এখানকার রাজনীতিতে এক সময় নেতৃত্তে জটলে লেগেছিল। বর্তমানে বছর ঘুরলেই আওয়ামীলীগের আইনজীবীদের রাজনীতিতে এবং আইনজীবী সমিতিতে নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে। এতে তরুণ নেতৃত্ব যেমন বেড়েছে, বেড়েছে আওয়ামীলীগের আইনজীবীদের কর্মীর সংখ্যাও।
বর্তমানে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে কার্যকরী পরিষদের ১৭জনই আওয়ামীলীগ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। সমিতিতে সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান দায়িত্ব পালন করছেন। এর আগে দুই মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও মুহাম্মদ মোহসীন মিয়া। সমিতিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট রবিউল আমিন রনি। নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল ও জিপি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মেরিনা বেগম।