সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগরীর টানবাজার এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃকমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রহল্লাদ লালকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামী প্রহল্লাদ লাল এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সুইপার কলোনী এলাকায়। গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের টানবাজার ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।