সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় র্যাব-১১ অভিযান চালিয়ে চাঁদাবাজির দায়ে ২জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকেহ চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ২০ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১০টায় র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ দক্ষিণ সানারপাড় এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সিরাজ মিয়া ও মোঃ সোহেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ দক্ষিণ সানারপাড় ২নং রোড, বাসা নং-২২৪ একুশ ভবন এর সামনে বিভিন্ন দোকানদারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহণ প্রতি দৈনিক ২৫০ টাকা থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।