সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তৃণমুল সংগঠকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় এ প্রশিক্ষণ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি লক্ষ্মী চক্রবর্তী। প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণার্থীদের নাম রেজিষ্ট্রেশন করা হয়। হাউজরুল ও প্রত্যাশা চয়ন পর্ব অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন- জাতিসংঘ ও সিডও সনদ বিষয়ে জেলা সহ সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ, বাংলাদেশের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ বিষয়ে জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম এবং সংগঠনের বাস্তব কাজের ধারা বিষয়ে সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস।
উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহিমা খাতুন ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রশিক্ষণ সম্পাদক তড়িতা সাহা।
প্রশিক্ষকেরা তাদের বক্তব্যে বলেন, নিজেকে সংগঠিত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। মনোযোগ দিয়ে প্রশিক্ষণের বিষয়গুলো জানতে হবে এবং অন্যকেও জানাতে হবে। নারী অধিকারের দলিল সিডও সনদ। রাষ্ট্র সমাজে তা প্রতিষ্ঠিত করতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নারী -পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে, নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব।
সংগঠনের আদর্শ, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বুঝতে হবে, অন্যের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নারী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। আশাকরি, একদিন পরিবর্তন আসবে। প্রশিক্ষণার্থীরা মনোযোগ ও আগ্রহের সাথে প্রশিক্ষণ গ্রহণ করেন।