সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে এম সাইফউল্লাহ বাদলকে আবারো নির্বাচিত করার আহবান করেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তারা চায় এম সাইফউল্লাহ বাদলকে উন্নয়নের সার্থে ফের চেয়ারম্যান হিসাবে দেখতে চায়।
৯ অক্টোবর শনিবার বিকেলে ফতুল্লার পশ্চিমনগরে কাশিপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যেগে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যৌথ কর্মী সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, সাইফউল্লাহ বাদল আমাদের সকলের অহঙ্কার। দলমত নির্বিশেষে চেয়ারম্যান হিসাবে ওনাকে আমাদের প্রয়োজন। উনি শুধু চেয়ারম্যান নয়, উনি কাশিপুরের গর্ব। আমরা চেয়ারম্যান হিসাবে কেন নির্বাচন করি এবং করতে চাই, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হয়, জনগন যার কাছ থেকে সেবা পায় এবং সুখ দু:খে যাকে পাশে পায় তাকেই চেয়ারম্যান হিসাবে পেতে চায়। আর সাইফউল্লাহ চেয়ারম্যান হওয়ার গত ৫ বছরে নজিরবিহীন উন্নয়ন করেছেন। সব সময় উনি সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। তাই চোখ বুজে আগামী নির্বাচনে সাইফউল্লাহ বাদলকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
সন্ত্রাসী নয় শান্তি চাই এ শ্লোগান দিয়ে বক্তারা বলেন, সাইফউল্লাহ বাদল কাশিপুরবাসীর জন্য শান্তির দুত। উনি কাশিপুরের চেয়ারম্যান হওয়ার পর মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। কোন সন্ত্রাসী, চাঁদাবাজ মানুষকে ডিস্টার্ব করতে সাহস পায় না শুধু মাত্র সাইফউল্লাহ বাদলের কারনে। সাইফউল্লাহ বাদল না থাকলে কাশিপুর ওনার অভাব বুজতে পারবেন। শান্তিতে বসবাস করা সম্ভব হবে না। সন্ত্রাসী, চাঁদাবাজি বেড়ে যাবে। তাই বলছি শান্তির জন্য সাইফউল্লাহ বাদলকে আমাদের প্রয়োজন।
যৌথ কর্মী সভায় কাশিপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রূপচান শিকদারের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা শফিউল আলম রেজার সঞ্চানালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফুল আলম।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, সদস্য দুলাল হোসেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাবেক ছাত্র নেতা তাসলিম হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সস্পাদক হুমায়ন কবির, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়শনের পরিচালক আমিরুল্লাহ রতন, স্থানীয় সমাজ সেবক শেখ ইব্রাহিম, মনির হোসেন নিমাই, মরিয়ম আক্তার, হারুন অর রশিদ, শাহাদাত উল্লাহ হাসু, রহিম শিকদার, জান্নাতুল নাঈম, মাহাবুব শিকদার প্রমুখ।