সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র নির্বাচনী এলাকা ছাড়তে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও)আসনের মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একজন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাকে নির্বাচনী এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। ২৫ মার্চ থেকে তাকে সোনারগাঁও ছাড়তে বলা হয়।
এখানে উল্লেখ্যযে, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন মোশারফ হোসেন। তিনি আওয়ামীলীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের আপন চাচা। গত জাতীয় সংসদ নির্বাচনে কায়সার হাসনাত আওয়ামীলীগের সঙ্গে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে এখানে মহাজোটের প্রার্থী মনোনিত হন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লিয়াকত হোসেন খোকা। নির্বাচনের মাত্র ৭২ ঘন্টা পূর্বে নির্বাচন থেকে সরে দাড়ান কায়সার হাসনাত। ওই নির্বাচনে কায়সার হাসনাতের পক্ষে কাজ করেছিলেন মোশারফ হোসেন। বিভিন্ন নির্বাচনী সভায় মোশারফ হোসেন মহাজোটের প্রার্থী খোকাকে উদ্দেশ্যে করে বলেছিলেন, সোনারগাঁয়ে কোন ভোট নাই। আপনি বাড়িতে গিয়ে ঘুমান।’ তবে ওই নির্বাচনে লিয়াকত হোসেন খোকার পক্ষে থাকা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান কালাম এবার আওয়ামীলীগের সঙ্গে বিদ্রোহ করে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। মুলত তার পক্ষেই রয়েছেন লিয়াকত হোসেন খোকা।
জানাগেছে, ২৫ মার্চ সোমবার লিয়ায়কত হোসেন খোকা বরবার এক চিঠিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান এলাকা ছাড়ার এই আদেশ দেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ, নির্বাচনী বিভিন্ন কাজে অংশগ্রহণের অভিযোগ পাওয়া যায়। যা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ২২ এর বিধিতে বাধা নিষেধ রয়েছে।
চিঠিতে আরও বলা হয়- সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেনা। তবে নির্বাচনী এলাকায় ভোটার হলে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারবেন। নির্বাচনী এলাকায় কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করতে পারবেনা।