সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁযের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। ১২ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী তিনি সোনারগাঁয়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় শ্রী শ্রী গৌর নিতাই আখড়া মন্দির পরিদর্শনে গেলে সেখানে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সোহাগ রনির পক্ষ থেকে সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রলীগ নেতা সজল চন্দ্র ঘোষের নেতৃত্বে অমিত রায়, সঞ্জয় চন্দ্র সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও মন্দির কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক রাম প্রসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সজল রাজবংশী, প্রচার সম্পাদক কমল ঘোষ, অভিরাজ সেন সজল, সংকর রাজ বংশী, নারায়ন কর্মকার, শ্যামল ঘোষ সহ আরো অনেকেই পুলিশ সুপারকে শারদীয় শুভেচ্ছা জানান।
জেলা পুলিশের সুপার জায়েদুল আলমের সঙ্গে পরিদর্শনে ছিলেন সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, পুুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম শফিক, এসআই রাকিব, সোনারগাঁও পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী লোকনাথ দত্ত প্রমূখ।