সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপের তফসিল ঘোষণা করেছে।
যেখানে সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ, কাঁচপুর ইউনিয়ন পরিষদ, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ, পিরোজপুর ইউনিয়ন পরিষদ, বারদী ইউনিয়ন পরিষদ, সনমান্দি ইউনিয়ন ও জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
উপজেলার আরো দুটি ইউনিয়ন মোগরাপাড়া ও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে সোনারগাঁও পৌরসভার সঙ্গে সীমানা সংক্রান্ত জটিলতা মামলায় হচ্ছেনা বলে আগেই জানা যায়।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।
বর্তমানে সাদিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে রয়েছেন আব্দুর রশিদ মোল্লা, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদে ইউসুফ দেওয়ান, কাঁচপুর ইউনিয়ন পরিষদে মোশারফ ওমর, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদে আব্দুর রব, পিরোজপুর ইউনিয়ন পরিষদে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদে জহিরুল হক, সনমান্দি ইউনিয়নে জাহিদ হাসান জিন্নাহ ও জামপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে রয়েছেন হা-মীম সিকদার শিপলু। এবারের নির্বাচনে এখান থেকে বেশকজন চেয়ারম্যান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বেশ। যাদের মধ্যে জামপুর ও সাদিপুর ইউনিয়ন উল্লেখ্যযোগ্য।