সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ১৭ অক্টোবর রবিবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি জানান, ১৭ অক্টোবর রবিবার দুপুরে র্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় দেশীয় অস্ত্র প্রদর্শণ করে চলাচলরত বাস ও ট্রাক চালকদের ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার সময় ৪ জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হলো- মোঃ আক্তার হোসেন, মোঃ জালাল হোসেন, মোঃ মশিউর রহমান ওরফে মুকুল ও মোঃ লিটন মিয়া। গ্রেপ্তারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকার বাসিন্দা।
উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত আসামীদের দখল হতে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৩৬০ টাকা, দেশীয় অস্ত্র ৩টি রামদা এবং ১টি জিআই পাইপ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় মহাসড়কে চলাচলরত বাস ও ট্রাক চালকদের দেশীয় অস্ত্র প্রদর্শণ করে জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়িপ্রতি ১০০ টাকা থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কোন বাস বা ট্রাকের চালক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেপ্তারকৃত আসামীরা তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।