সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সম্প্রতি উদ্বোধন হওয়া শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে মদনগঞ্জ অংশে ১.২ কিলোমিটার খনন কাজে বেশ করেকটি শর্ত জুড়ে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
২৫ অক্টোবর সোমবার সকালে সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডস্থ লঞ্চঘাট এলাকায় খনন কার্যের পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, খনন কার্য যেনো হাইকোর্টের রায় মেনে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে সম্পন্ন করা হয়। নদীর তীরে ওয়াকওয়ে, খেলার মাঠ, পার্ক, ও নদীর তীরে বৃক্ষরোপণের বিষয়টি বিবেচনায় রেখে কার্য সম্পাদন করতে বলা হয়। জনগণের জান-মালের ক্ষতিসাধন যেনো না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সতর্ক করা হয়।
এছাড়াও সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের সাথে সমন্বয় করে সীমানা নির্ধারণ করে নদী ও মাটি খননের নির্দেশ দেয় মেয়র আইভী।
পরিদর্শন কালে মেয়র আইভী ছাড়াও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক শেখ মাসুদ কামাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোঃহাসানুল ইসলাম, ইঞ্জিনিয়ার সিরাজী, সার্ভেয়ার কালাম মোল্লা, খনন কার্যের ঠিকাদার চান মিয়া প্রমূখ।