সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেরার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইতিমধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ৮টি ইউনিয়নেই প্রার্থী দিয়েছে। যার মধ্যে ৪টি ইউনিয়নে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের শক্ত প্রার্থী দিয়েছে।
২৭ অক্টোবর বুধবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন। ওই সময় সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়যাকত হোসেন খোকা।
উপজেলার সাদিপুর ইউনিয়নে আবুল হাসেম, জামপুর ইউনিয়নে আশরাফুল মাকসুদ ভুঁইয়া, শম্ভুপুরা ইউনিয়নে আব্দুর রব ও বারদী ইউনিয়নে দাইয়ান মেম্বারকে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক তুলে দেয়া হয়।
ওই সময় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সানাউল্লাহ সানু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক রোটারিয়ান গিয়াস উদ্দিন চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টি প্রার্থী আবদুর রউফ, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল উপস্থিত ছিলেন।