সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এখানে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ একক প্রার্থী হিসেবে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে এখানে মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদে শান্তিপূর্ণ নির্বাচনের আশা করছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা।
এখানে অন্যান্য ওয়ার্ডগুলোর মতই তেমনি জমে ওঠেছে সনমান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে প্র্রার্থীতা নিয়ে। এই ওয়ার্ডে দুইবারের নির্বাচিত বর্তমান মেম্বার জয়নাল আবেদীনের নাম সকলের মুখে মুখে। প্রতিদ্বন্ধি প্রার্থীর চেয়ে দিগুন ভোট বেশি পেয়ে তিনি এবারও মেম্বার পদে জয়ী হবেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা বলছেন- জয়নাল আবেদীন দুইবারের নির্বাচিত মেম্বার। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মানুষের সুখে দুঃখে তাকে সব সময় পাওয়া যায়। তিনি নিজ পেশায় সব সময় নিয়োজিত থাকলেও মানুষের সেবায় বদ্ধপরিকর। প্রতিদিন নিজ পেশার কাজ শেষ করে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের সেবা করেছেন। সরকারি সকল অনুদান তিনি গরীবের মাঝে সুষমভাবে বিতরণ করেছেন। বিপদ আপদে জয়নাল আবেদীনকে সব সময় পাশে পাওয়া যায়। তিনি একজন অসাধারণ ভাল মানুষ। একজন নিরহংকারী মানুষ তিনি। তাই ওয়ার্ডবাসী এবারও তাকে বিপুল ভোটে বিজয়ী করে মেম্বার পদে বসাতে চান। এখানে এখন জয়নাল আবেদীনের নির্বাচনী প্রতীক মোরগ মার্কা সকলের মুখে মুখে।
নির্বাচনের বিষয়ে জয়নাল আবেদীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সান নারায়ণগঞ্জকে বলেন, আমার ওয়ার্ডবাসী আমাকে ভালোবেসে ভোট দিয়ে দুইবার মেম্বার বানিয়েছেন। দ্বিতীয়বার যখন আমি মেম্বার হই তখন আমার এলাকার বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ চেয়ারম্যান নির্বাচিত হোন। আমি তার মাধ্যমে আমার এলাকায় অনেক উন্নয়নমুলক কাজ করেছি। তাই এবারও আমি এলাকার মানুষের কাছে ভোট চাচ্ছি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আবারো আপনাদের সেবা করতে চাই। আমি পূর্বের মতই সকলের ভালোবাসা ও দোয়া চাই।
তিনি আরও বলেন, আমি সব সময় এলাকায় থাকি। শুক্র ও শনিবার আমার অস্থায়ী কার্যালয়ে বসি। প্রতিদিন সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত মানুষের প্রয়োজনে এই কার্যালয়ে থাকি। এলাকার জনগণ আমাকে ভালোবাসে বলেই আমি দুইবার মেম্বার নির্বাচিত হতে পেরেছি। জনগণের প্রত্যাশা নিয়েই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আশা করি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আবারো মেম্বার নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।