সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর থানাধীন টানবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ২২ নভেম্বর সোমবার বিকেলে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার কোম্পানী কমান্ডার একেএম মুনিরুল আলম।
তিনি জানান, ২১ নভেম্বর রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন টানবাজারের সিটি কলোনী (মেথর পট্টি) এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই রাত সোয়া দশটায় ২ জন মাদক ব্যবসায়ীকে ৬১.২৫ লিটার বাংলা মদ বা চোলাই মদসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত অপর ৩ জন লোক পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নারায়ণগঞ্জ সদর থানাধীন টানবাজার সিটি কলোনী এলাকা মৃত মতি লালের ছেলে অমৃত লাল ও একই এলাকার মৃত পান্না লালের ছেলে হিরা পান্না লাল। তাদের কাছ থেকে বাংলা মদ বা চোলাই মদ-৬১.২৫ লিটার উদ্ধার করা হয়।