সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ও নোয়াগাঁও ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ ও সামসুল আলম সহ জামপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুল মাকসুদ ভূঁইয়া ও সাদিপুরে লাঙ্গলের প্রার্থী আবুল হাসেমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক, সোনারাগাও উপজেলার নান্দনিক যুবনেতা মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী নাজমুল ইসলাম লিটু।
২৯ নভেম্বর সোমবার এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নির্বাচিত মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বারদেরও শুভেচ্ছা জানান। বিবৃতিতে তিনি নির্বাচিত ও পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীকে জনতার চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত করে তিনি অভিযোগ করেছেন, সাদিপুর ও জামপুরে লাঙ্গলের প্রার্থীদের বিজয় জোর করে ছিনিয়ে নেয়া হয়েছে।
কাজী নাজমুল ইসলাম লিটু এসব ইউনিয়নের জনগণকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বলেন, হুমকি ধমকি, হামলা জবরদখল উপেক্ষা করে জনগণ তাদের যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে ভোট দিয়েছেন। কিন্তু জামপুর ও সাদিপুর ইউনিয়নে জনগণের রায়কে ছিনিয়ে নিলেও মাকসুদ ও আবুল হাসেমই জনতার চেয়ারম্যান হয়ে থাকবেন জনতার হৃদয়ে।
‘জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ তারা আমাদের প্রার্থীদের জন্যে সাহসী ভুমিকা রেখে অক্লান্ত পরিশ্রম করে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে অবস্থান করেছেন।’