ক্ষমতার লোভে আসিনি, জনগণের সেবা করতে এসেছি: দিদার খন্দকার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রোটারিয়ান দিদার খন্দকার বলেছেন, ক্ষমতার লোভে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। মৃত্যুর আগ পর্যন্ত ১৪নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। ক্ষমতার লোভ আমি করিনা, জনসেবাই আমার মূল্য লক্ষ্য।

ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে দিদার খন্দকার আরো বলেন,
আপনারা আমাকে একটি করে ভোট দিলে তার মূল্যে পাবেন সেবা। আপনাদের সেবা করেই যেনো আমি মরতে পারি।

১৩ ডিসেম্বর সোমবার বিকেলে নাসিকের ১৪নং ওয়ার্ডের দেওভোগ দাতা সড়ক পঞ্চায়েত কমিটি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিদার খন্দকার বলেন, অনেকেই হয়তোবা আপনাদেরকে টাকার লোভ দেখাবে। লোভে ফেলে তারা আপনাদেরকে না হয়তো ৪/৫ হাজার টাকা দিবে। কিন্তু ৫ হাজার টাকা আপনারা কয়দিন খাবেন? বড়জোর ৫দিন না হয় ১০দিনই খাবেন। কিন্তু আমাকে ভোট দিলে আপনাদেরকে ৫বছর পরিপূর্ণ সেবা দিবো ইনশাল্লাহ। আমাকে আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। আমার পরিবারের জন্য কিছুটা রাখতে পারলেই বাকীটা গরীব-দুঃখীর মাঝে বিলিয়ে দেয়া হবে।

স্থানীয় সমাজ সেবক হাজী মকবুল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে অংশ নেন সমাজ সেবক মোঃ রমজান খান, তপন খন্দকার, মোঃ ‘সোহাগ, সুমন, মোঃ রনি, মোঃ রকি, বরকত, মনির মল্লিক, রিপন খান মকবুল মন্ডল প্রমুখ।