কুয়াশায় আসিবো আমি
—খন্দকার পনির
কুয়াশায় আসিবো আমি
ভেসে মেঠো রাস্তার উপর,
তোমাকে জড়িয়ে ধরবো
উদ্দ্যাম ঐ শরীরের ভিতর।
পাতায় গড়িয়ে টুপ করে
কপোলে পড়বো শব্দহীন,
বড় ইচ্ছে হয় যে আমার
কুয়াশায় ভেসে রই একদিন।
আমি ছাড়া তোর দৃষ্টি নেই
কি যে অবাক করা বিস্ময়;
শুভ্রতায় আমার অস্তিত্ব
যদি কখনো এমন হয়!
তোমার স্কার্ব, হাতমোজা, শাল
সে দিন কিছু কাজ করবে না,
কুয়াশায় আসিবো একদিন
আমি ছাড়া কেউ রবে না।
ঘূর্ণাক্ষরে জানবে না কেউ
কুয়াশায় এসেছি আমি,
চাদর, কম্বলের পরতে
তোমার আমার জানাজানি।